Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সাফল্য..

১। মালয়েশিয়া কর্মীপ্রেরন এর ক্ষেত্রে মোট নিবন্ধন সংখ্যা-৩৬৪ জন।

    এর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছে-৭ জন। বর্তমানে ২ জন মালয়েশিয়ায় চাকুরী করছে।

২। ২য় বার বিদেশে কর্মীপ্রেরণ মোট নিবন্ধন সংখ্যা-৪৬৬ জন।

৩। জন্ম নিবন্ধন ৩৪৫৭০ জন। সব পুরাতন ডাটা এন্ট্রি সম্পন্ন। বর্তমানে নতুন জন্ম নিবন্ধন এর কাজ  
    চলছে।

৪। কম্পিউটার প্রশিক্ষন নিয়েছে-২৫ জন। বর্তমানে প্রশিক্ষন চালু নাই।

৫। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির সংখ্যা প্রায়-৭০০ এর বেশি কম হবে।

৬। কৃষকের মাঝে কৃষি বিষয়ক পরামর্শ দিয়েছি প্রায়-৬০/৭০ জন কে।

৭। ভিজিএফ, ভিজিডি, বিভিন্ন ভাতা ফরম পুরন ইত্যাদি এর কাজ চলছে সার্বক্ষনিক।

৮। আমার ৮নং শিকারপুর-উজিরপুর ইউনিয়ন পরিষদ পর পর দুই বছর বরিশাল জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলায় অংশ গ্রহন করেছে। এছাড়া উপজেলা ডিজিটাল মেলায় অংশ গ্রহন করেছে।

৯। সব চেয়ে বড় পাওয়া জেলা পর্যায়ে ডিজিটাল মেলা-২০১৪ এর বর্সসেরা উদ্যোক্তা হিসেবে ১ম হয়েছে উদ্যোক্তা মো.মুরাদ হোসেন প্লাবন। তাকে বরিশাল জেলার জেলা প্রশাসক ও মাননীয় সংসদ সদস্য ও বিভিন্ন অতিথি বৃন্দরা পুরুস্কৃত করেন।