Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদ-নদী

বরিশাল জেলার, উজিরপুর, উপজেলার, ০৮নং শিকারপুর-উজিরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে অত্যন্ত দৃষ্টিনন্দন ও সুন্দর একটি নদী যার নাম সন্ধ্যা। নদীটি অতি বৈচিত্রময়। একবার দেখলে বার বার নদীর পাড়ে যেতে মনে চায়। নদীতে নৌকা, মাঝি পাল তুলে চলে যায় তার আপন ঠিকানা। জেলে মাছ ধরে। এ নদীতে বিশেষ করে রূপালী ইলিশ ও পাংঙ্গাস মাছ বেশি ধরা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জাতের নদীর মাছতো আছেই। প্রায় জায়গাই দুই পাশে কাশফুলে মাঝে মাঝে ভরে যায়। ইচলাদী নামক স্থানে সন্ধ্যা নদীর উপরে বরিশাল জেলার ঐতিহ্যবাহি সেতু আছে, যার নাম-বীর মুক্তিযোদ্ধা, ৯নং সেক্টর কমান্ডার, মেজর এম.এ জলিল সেতু। হ্যা---কি অপরূপ দৃস্য.....

 

অত্র ইউনিয়নে বেশ কয়টি খাল আছে। যার মধ্যে উল্লেখ্য যোগ্য-ঠান্ডাবিবির খাল, গুপ্তের খাল, করের বাড়ীর খাল, জোলার খাল, থানার খাল, পড়ি বিবির খাল।