Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ সেই ভয়াল ২১ আগস্ট...
বিস্তারিত

২১ আগস্টের গ্রেনেড হামলার লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা।

সেই দিনের কথা মনে হলে আজও গা শিঁউরে উঠে। ২০০৪ সালের ২১ আগস্টের এই দিনে তৎকালীন বিএনপি জামায়াত জোট অকল্পনীয়  ও নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।  কিন্তু তাদের সে হীন উদ্দেশ্যে সফল হয়নি। মহান সৃষ্টিকর্তার কৃপায় জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন। বেঁচে গেছে এদেশের গণতন্ত্র।

বুধবার বিকালে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ  মাঠে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৮ তম সাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেট হামলার হতাহতদের  স্মরণে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কচুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, , আওয়ামীলীগ নেতা ও ইউসিসিএ-র চেয়ারম্যান শামছুল হক সরকার, ইউপি চেয়ারম্যান মফিজুল হক,   মাহফুজার রহমান মাফু,   শামছুল আজাদ শীতল, আওয়ামীলীগ নেতা এনামুল হক বাবলু , উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশীদ হিরু,  সা. সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা ছাত্রলীগের সভাপতি তাহমিদা হক তন্মী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এড. ফজলে রাব্বী মিয়া আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর একই মদদদাতার নেতৃত্বে ২০০৪ সালে ২১ শে আগষ্টের গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

হামলারকারীদের দ্রুত বিচার দাবী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমতলী চত্বরে পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদ জাহান স্মৃতি, গোলাম মোস্তফা বাবুল, সাজেদুল ইসলাম, দীপক কুমার বাবলু, জাহাঙ্গীর আলম, গোলাম
কবির মুকুল প্রমুখ। বক্তারা ২১ আগস্ট নৃশংস গ্রেনেট হামলার সাথে জড়িতদের দ্রুত বিচার ও যুদ্ধপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করণের দাবী জানান।

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/08/2015