Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ বর্ষসেরা উদ্যোক্তা পুরুস্কার
বিস্তারিত

আমি মো.মুরাদ হোসেন  প্লাবন, উদ্যোক্তা, শিকারপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা.উজিরপুর, জেলা.বরিশাল। সকলের দোয়া আর সহযোগিতায় আজ আমি বরিশাল জেলায় ২য় বারের মত বর্ষসেরা উদ্যোক্তা পুরুস্কার পেলাম। ভালো কাজ করলে এই রকমেরই পুরুস্কার পাওয়া যায় তা অনেক উদ্যোক্তা ভাইরা বুঝতে পেরেছে। আমি চেষ্টা করি সব সময় ভালো কাজ করার। মানুষকে নতুন নতুন সেবা প্রদান করার। আমার এই পুরুস্কার সমস্ত উজিরপুর উপজেলার, শিকারপুর ইউনিয়নের মানুষের। বিশেষ করে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব আবুল কালাম সরদার- সচিব জনাব বাঙ্গাল আবু হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন সহ এটুআইকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি....মাননীয় প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয় ভাইয়াকে-কে। তাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সপ্ন বা প্রয়াস আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে। শহর বা গ্রামের সাধারন মানুষ আজ ডিজিটাল যে কি তা এই রকমের ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে জানতে পেরেছে। ডিজিটাল সেবা যে কি তা বুঝতে পেরেছে। সরকারের নানান মুখি কার্যক্রম আজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়।পাসপোর্টের আবেদন, ভিসা চেকিং, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, বিভিন্ন পরীক্ষার ফলাফল ইত্যাদি কাজের জন্য আজ গ্রামের মানুষদের শহর মুখি হতে হচ্ছে না। সল্প খরচেরই ডিজিটাল সেন্টার থেকে সকল প্রকার সেবা পাচ্ছে।

 

সবার দোয়াই আমার কাম্য....


মো.মুরাদ হোসেন  প্লাবন,
উদ্যোক্তা,
শিকারপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
উপজেলা.উজিরপুর, জেলা.বরিশাল
http://shikerpurwazirpurup.barisal.gov.bd/

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
30/01/2016