আজ ১২-০৩-২০১৫ইং তারিখ ০৮নং শিকারপুর-উজিরপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা.উজিরপুর, জেলা.বরিশাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। উদ্ভোধন করেন...আমাদের চেয়ারম্যান জনাব আবুল কালাম সরদার, বাঙ্গাল আবু হোসেন-সচিব, কাজী মো. জাহাঙ্গীর-গন্যমান্য, আলেয়া বেগম-ইউপি সদস্য এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মো.মুরাদ হোসেন প্লাবন ও বাবুল চন্দ্র দাস। চেয়ারম্যান সাহেব-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), এটুআই কর্তৃক পক্ষ ও জেলার প্রশাসন (আইসিটি শাখা)কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সৌর বিদ্যুৎ স্থাপন এর ফলে জনসাধারনের অনেক সুবিধা হবে। বিদ্যুতে সমস্যার দিলে জরুরি ভিত্তিতে সৌর বিদ্যুৎ দিয়ে জনগনের সেবা করা যাবে বলে তিনি বলেন।
নোটিশটি কোন ইউনিয়ন নকল করিবেন না...করিলে ডিসি অফিসে অভিযোগ দায়ের করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস