সৌদি আরব সহ বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজিস্ট্রেশন এর কাজ শুরু হয়েছে। বর্তমান প্রক্রিয়ায় ম্যানুয়ালি (হার্ড কপি) নিবন্ধন ফরম শিকারপুর-উজিরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সংগ্রহ করে তা পুরন করার পর আবার শিকারপুর-উজিরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জমা দিতে হবে।
=========================================
রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে :-
=========================================
(১) মেশিন রিডেবল পার্সপোর্ট (যদি থাকে),
(২) জাতীয়তা পরিচয়পত্র, বা
(৩) জন্মনিবন্ধন সনদপত্র,
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এক সেট ফটোকপি সহ,
(৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম ঠিকানা ব্যবহৃত হয়েছে,পরিবর্তিত হুবহু সেই নাম ঠিকানা ব্যবহার করে মেশিন রিডেবল পার্সপোর্ট তৈরি করতে হবে।
(৬) নমিনির নাম- ঠিকানা ও সঠিক মোবাইল নং।
(৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্থ এমন তিনজন ব্যাক্তির নাম ঠিকানা ও সঠিক মোবাইল নাম্বার।
(৮) দেশে/ বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে)
(৯) সত্যায়িত পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
(১০) মহাপরিচালক, বরাবর ২০০ টাকার ব্যাংক ড্রাফট (ব্যাংক ড্রাফট খরচ ৩৫ টাকা) ও সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা জাগুয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন :
মো.আবুল কালাম সরদার (চেয়ারম্যান) শিকারপুর-উজিরপুর ইউনিয়ন পরিষদ
মোবাইল নং-০১৭১২-৫৯০৫৯১,
মো.মুরাদ হোসেন প্লাবন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)
শিকারপুর-উজিরপুর ইউনিয়ন পরিষদ, তারাবাড়ি, উজিরপুর, বরিশাল।
মোবাইল- ০১৭২৪-৪৫০১১২
e-mail-shikerpurwazipurup@gmail.com, mdplabonfx@gmail.com
http://shikerpurwazirpurup.barisal.gov.bd/
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস